ছাতকে পুত্রের মৃত্যু শোকে তিন দিন পর পিতারও মৃত্যু

13

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পুত্রের শোক সইতে না পেরে পুত্রের মৃত্যুর ৩ দিন পর না ফেরার দেশে চলে গেলেন শহরের বাগবাড়ী এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী তেরা মিয়া চৌধুরী। সোমবার বিকেল ৩.২০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। ১০ জুন শুক্রবার রাত ১টা ২০ মিনিটের সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মরহুম হাজী তেরা মিয়া চৌধুরীর বড় পুত্র, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী। মাত্র তিন দিনের ব্যবধানে পুত্র শোকে তিনিও না ফেরার দেশ চলে গেলেন। পুত্র শাহীন চৌধুরীর অকাল মৃত্যু এবং পুত্র শোকে পিতা হাজী তেরা মিয়া চৌধুরীর মৃত্যুতে বাগবাড়ী এলাকাসহ গোটা উপজেলা জুড়ে বইছে শোকের মাতম। রাত ১০টায় বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবর স্থানে পুত্রের পাশেই মরহুমের দাফন সম্পন্ন হয়।