বরইকান্দি ইউনিয়নে দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

7
২নং বরইকান্দি ইউনিয়নের ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ৪৫ হাজার টাকা ব্যয়ে এলজিএসপি ৩ এর ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় কোভিড-১৯ পরিস্থিতি সচেতনতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি স্থানীয় সরকার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের দরিদ্র ১৫০টি পরিবারের মধ্যে ৪৫ হাজার টাকা ব্যয়ে এলজিএসপি ৩ এর ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় কোভিড ১৯ পরিস্থিতি সচেতনতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৩ জুলাই বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের স্থানীয় সরকার উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হানিফা তালুকদার, দক্ষিণ সুরমা সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।
ইউনিয়ন পরিষদ সচিব মোঃ সেলিমোর রহমান ও বাহার উদ্দিনের যৌথ পরিচালনায় সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক ছানু, উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, মুরব্বী মাহমদ আলী নিজাম, চেয়ারম্যান এর ছেলে মোঃ রাহাত হোসেন, ইউনিয়ন পরিষদ সচিবের সহকারী মোঃ হাসিব হোসেন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মালাকার ও আসমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি