সিএমএসএমই খাতে ঋণ সুবিধা প্রাপ্তিতে ভার্চুয়াল আলোচনা সভা ॥ সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রাপ্তিতে জটিলতা থাকলে সিলেট চেম্বারকে অবগত করার আহবান

4

কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে বিশেষ ঋণ সুবিধা/প্রণোদনা প্রাপ্তির লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক, সিলেট এর নির্দেশনা মোতাবেক লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক লি:, জেনারেল ম্যানেজার’স অফিস, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে আগামী ২২ জুলাই সকাল ১১টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন ঋণ সুবিধা ও সৃষ্ট জটিলতা সম্পর্কে আলোচনা করা হবে। এর প্রেক্ষিতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ঋণ প্রাপ্তিতে কোন জটিলতা বা সমস্যায় পতিত হলে সে বিষয়ে আগামী ২১ জুলাই তারিখের মধ্যে সিলেট চেম্বারের লিখিত আবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তাছাড়া যে কোন প্রয়োজনে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র হেল্প ডেস্ক হট লাইন নাম্বার ০১৭৯৪৪৯৯৬৮৪, ০৮২১-৭১৪৪০৩, ০৮২১-৭১৬০৬৩ এর যোগাযোগ করুন অথবা এবিষয়ে ইমেইল করুন: sylhetchamber@gmail.com. বিজ্ঞপ্তি