জুড়ীতে শ্বশুর বাড়ী থেকে যুবলীগ সভাপতি গ্রেফতার

7

জুড়ী থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ীর আমতৈল গ্রামে শ্বশুর বাড়ী থেকে পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাধা কান্ত দাশ (৪২)কে বন্ধু পোল্ট্রি ফার্ম ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার ২নং আসামী হিসেবে গ্রেফতার করে পুলিশ।
সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১ মে রাতে উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত বন্ধু পোল্ট্রি ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট এর ঘটনায় খামার মালিক দীনবন্ধু সেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামী করে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১২জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০জনকে আসামী করা হয়। আড়াই মাস পর উক্ত মামলার প্রথম একজন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়াও খামারে হামলার এক মাস পর গত ১জুন গভীর রাতে কে বা কারা উক্ত খামারটি আগুনে পুড়িয়ে দেয়। আগুনের এ ঘটনায় খামার মালিক পূর্বেকার মামলার আসামীদের সন্দেহ করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।