বাবার দোয়া

12

কবির কাঞ্চন

বাবার মুখের মিষ্টি হাসি
আমার স্বর্গসুখ
মুখখানা তাঁর মলিন হলে
ভাঙে আমার বুক।

শিশুকালেই যতন করে
দেখান আলোর পথ
বাবার আদেশ বাবার মতো
থাকতে হবে সৎ।

দিনে দিনে হচ্ছি বড়
সেপথ ধরে চলে
বাবার ছেলে বাবার মতো
সবাই যেনো বলে।

বাবার পিঠে চড়েই আমি
লক্ষ্য খুঁজে পাই
সারাজীবন সেবা করে
বাবার দোয়া চাই।