ব্যস্ত

8

দিপু খান

ভিষন ব্যস্ত হয়ে পড়ছি
সময় নেই আগের মতো
হৈ-হুল্লোড় আড্ডা এখন
বেমানান অর্থহীন লাগে।
বুকের জমিতে চাষ দিয়ে
মেঠাতে হয় খিদের জ্বালা
তীব্র ঝড়ের আর্তচিৎকার
সাইরেন হয়ে কানে বাঁজে।
কাঁধে বোঝা নিয়ে ছুটে চলি
ব্যস্ত শহরের অলি গলি,
এখন ক্লান্তির দেখা নেই
বাবার বকা নেই তব্ওু
যেন মন্ত্র পাঠের মতন
নিজেকে নিয়েই ব্যস্ত থাকি।