ভোরের পাখি

12

জিল্লুর রহমান পাটোয়ারী

ভোরের পাখি ডাক দিয়ে যায়,
উঠো রে খোকা খুকি –
সকাল বেলায় বই নিয়ে বস,
থাক না হাসিখুশি ।
ভোরের হাওয়ায় আছে দাওয়া,
গুণিজনেরা বলে –
উঠো রে খোকা উঠো রে খুকি,
ঘুম ভেঙে আয় চলে।
বইছে বাতাস খোলা আকাশে,
এখনি সূর্য দেবে উঁকি –
ভোর হল রে উঠো রে তোরা,
উঠো রে খোকা খুকি।
বই নিয়ে বস লেখাপড়া কর,
তোদের মনটা হবে ভালো –
তোমরা হবে অনেক সুখী,
তোমরা ছড়াবে আলো।