করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পল্লী সমাজের সামাজিক সচেতনতামূলক সভা

12

করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধে কমিউনিটিতে সাধারণ মানুষকে সচেতন করতে পল্লী সমাজের উদ্যেগে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ২৬নং কর্মদা পল্লী সমাজের উদ্যেগে ক্ষুদ্র দলে করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটিতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রনতি রানী -পরামর্শদাতা, পল্লী সমাজের সভা প্রধান -প্রবাসিনী রানী, সেক্রেটারী – সম্পা কর, ক্যাশিয়ার – মনি কর ও সাধারণ সদস্যবৃন্দ প্রমুখ। সভা শুরুর আগেই সদস্য ও পরামর্শদাতা সকলেই নিয়ম অনুযায়ী সাবান পানি দিয়ে হাত ধুয়ে মাস্ক পরিধান অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে মিটিং এ বসেন। সভায় উপস্থিত পল্লী সমাজের নেত্রী, সদস্য, পরামর্শদাতা ও ব্র্যাক কর্মী করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটিকে আরও কিভাবে সচেতন করা যায় তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় সর্বম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পাড়া / মহল্লা ভিত্তিক কোন সদস্য কয়টি পরিবারকে করোনা ভাইরাস ( কোভিড- ১৯ ) প্রতিরোধে সচেতন করবে তার তালিকা তৈরী করা হয়। বিজ্ঞপ্তি