ইফজাল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন’

15
ইফজাল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার মানববন্ধন।

সিলেট এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী, টিউশন সেবা ফ্রি স্কুলের শিক্ষক, কোরআনে হাফিজ ইফজাল আহমদ হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনীদের বিচারের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করে টিউশন সেবা সিলেট-বিভাগ।
আব্দুল্লাহ আল মামুন সুজনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের বিভাগীয় যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব, এস এম মনসুর, এম.সি কলেজের যুগ্ম আহবায়ক বশির আহমদ, অংকুর দাস, রবিন আমহদ, কে এম ওয়ালিদ চৌধুরী, মুসা মিয়া, বেলাল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ সুস্থ ও তরতাজা মেধাবী যুবক হাফিজ ইফজালকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ইফজাল হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও ঘটনার কোন কূল কিনারা হয়নি। এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করবেন না। বিজ্ঞপ্তি