সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর মাতৃবিয়োগ দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

12

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর মা, লালাবাজারের বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ডাঃ রফিকুল বারী’র সহধর্মিনী, একাধিকবার রত্নগর্ভা মা পুরস্কারপ্রাপ্ত আনোয়ারা বেগম ৭ জুলাই মঙ্গলবার রাত ১১ টায় সময় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খবর পেয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, মোঃ ফজলুল কবির, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট সমাজসেবা অফিসের বিভাগীয় পরিচালক সন্দিপ কুমার সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিণ্টু চৌধুরী বাগেরখলাস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর বাড়িতে যান পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মরহুমার জানাযার নামাজ ৮ জুলাই বুধবার বাদ জোহর বাগেরখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর মা আনোয়ারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মকবুল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক রোটারিয়ান শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা এডুকেশন সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান খান ফয়সল, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আনহার, কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি