চার দিন পর খুলে দেয়া হলো শেরপুর সেতু

34

কাজিরবাজার ডেস্ক :
চারদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে সেতুটি দিয়ে যানবাহন চলাচল শুরু করেছে।
সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারে শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারে কাগজপুর সেতুর ডেকস্ল্যাব ক্ষতিগ্রস্ত ছিল। তা মেরামতের জন্য গত ৩ জুলাই থেকে শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সড়কের সিলেটের অংশে ঢাকার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ হয়ে বিকল্প পথে যানবাহন চলাচল অব্যাহত ছিল। অবশেষে সকাল থেকে সেতুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।