ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন ॥ প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এবং সকল সদস্যদেরকে সিলেট চেম্বারের অভিনন্দন

16

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ এর চেয়ারপার্সন এবং পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় সিলেট চেম্বার এর পরিচালনা পরিষদ ও সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়। তাছাড়া ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল এর অন্যান্য সদস্যদেরকেও অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব তার অভিনন্দন বার্তায় বলেন “প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে শতবছরের মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে আরো গতিশীলতা আনয়নে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে তাঁর লালিত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে নবগঠিত কাউন্সিল সুদূরপ্রসারি পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতে বিশ্বের দরবারে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স তথা সিলেটের ব্যবসায়ীরা সর্বদা আপনার পাশে আছেন এবং থাকবেন। বিজ্ঞপ্তি