ইমজার মানবিক কর্মসূচিতে পুলিশ সুপারের অনুদান

5

করোনাকালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেট-এর গৃহিত মানবিক কর্মসূচিতে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম। শনিবার সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলম পুলিশ সুপারের পক্ষ থেকে এই অনুদান ইমজা নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইমজার সহ সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সভাপতি আশরাফুল কবীর, নির্বাহী সদস্য এস আলম আলমগীর, ইমজার শুভাকাক্সক্ষী দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, ইমজা সদস্য শুভ্র দাশ, অনিল পাল প্রমুখ।
জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম বলেন, শুধু আইন প্রয়োগ করে অপরাধিকে সংশোধ করা কঠিন। এজন্য প্রয়োজন মানবিক উদ্যোগও। এই কাজের জন্য সরকারের বিভিন্ন দপ্তর থাকলেও আমাদের সবাইকেই কিছু না কিছু দায়িত্ব পালন করতে হবে। করোনার এই দুঃসময়ে সাংবাদিকতার পাশাপশি ইমজার মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, যেকেনো মানবিক কার্যক্রমে জেলা পুলিশ সাথে থাকবে। বিজ্ঞপ্তি