করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী সিলেট চেম্বারের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য সিলেট চেম্বারের নিয়মিত সভায় শোক প্রস্তাব ও দোয়া

11
চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের ৫ম সভায় করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণকারী সিলেট চেম্বারের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য শোক প্রস্তাব ও দোয়া

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট চেম্বারের সদস্য, সিলেট গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সিলেট চেম্বারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. হক, সিলেট চেম্বারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আর এল ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী হাজী ইকবাল হোসেনসহ নাম না জানা সিলেট চেম্বার অন্যান্য সদস্য, শুভানুধ্যায়ী এর মৃত্যুতে সিলেট চেম্বার এর পরিচালনা পরিষদের নিয়মিত সভায় শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়। ৪ জুলাই শনিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর পরিচালনা পরিষদের ৫ম নিয়মিত সভায় সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, বর্তমান এই করোনা পরিস্থিতিতে আমরা হারিয়েছি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও সজ্জন ব্যক্তি। আমরা সকলের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাছাড়া যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করছি। সভায় দোয়া পরিচালনা করেন সিলেট চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান প্রমুখ। বিজ্ঞপ্তি