স্পেনের বার্সেলোনায় দিনব্যাপী সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট

5

কবির আল মাহমুদ, স্পেন থেকে :
করোনা উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্পেনের সার্বিক পরিস্থিতি। দীর্ঘ ৯৯ দিন পর গত ২২ জুন পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়েছে জরুরী অবস্থা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আবারও সুযোগ করে দেয়া হয়েছে খেলাধূলার। মাঠে ফিরছে জনপ্রিয় ফুটবল লীগ লা লিগাসহ সব ধরণের খেলাধূলা। তেমনিভাবে গত ৩০ জুন স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব আয়োজন করে দিনব্যাপী সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দীর্ঘদিনের লকডাউন শেষে এই খেলায় দর্শক ও ক্রিকেটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। গ্রীষ্মের প্রচন্ড রোদ উপেক্ষা করে ফুটবলের দেশ খ্যাত স্পেনে ক্রিকেট খেলা উপভোগ করতে মাঠে প্রবাসী বাংলাদেশী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। বার্সেলোনার কাম্পো দে মনজুইক মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ক্লাব সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ।
ইয়ং ষ্টার ক্লাব, সেভেন ষ্টার ক্লাব, সান রাইজ ক্লাব এবং বাংলা টাইগার ক্লাব এই চার টিমের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেভেন ষ্টার ক্লাব এবং রানার্স-আপ হয়েছে ইয়ং ষ্টার ক্লাব।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব সভাপতি আশরাফ হোসেন মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন পরিচালনায় মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের উপদেষ্টা, বার্সেলোনা চেম্বার অব কমার্সের সভাপতি এবং কাসা ই কুইনার স্বত্ত্বাধিকারী এইচ এম রাসেল হাওলাদার, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহীদ, স্পেন বাংলা প্রেসক্লাব সদস্য মো. ছালাহ উদ্দিন, ফয়সল আহমদ, এ আর লিটু, আজমল আলী, রিয়াদ হাওলাদার প্রমুখ।
পরে রাতে শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলকে পুরস্কৃত করা হয়।
বিকেল ৭টায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি আশরাফ হোসেন মামুনের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মির রাজনের পরিচালনায় পুরস্কার বিতরণ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর বার্সেলোনা চেম্বার অব কমার্সের সভাপতি এবং কাসা ই কুইনার স্বত্ত্বাধিকারী এইচ এম রাসেল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নুরুল ওয়াহীদ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শফিক খান, ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এ আর লিটু, সহ সভাপতি আজমল আলী, কাসা কুইনের পরিচালকর রিয়াদ হাওলাদার, সালাউদ্দিন আহমেদসহ অনুষ্ঠানে বার্সেলোনায় বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়সহ বাংলাদেশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।