মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি ॥ হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের বাঁচাতে কাজ, খাদ্য, চিকিৎসাসহ ৬ দফা দাবি

27

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি নং বি-২০৩৭ এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফেডারেশনের অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর পক্ষ থেকে মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় থেকে হোটেল শ্রমিক ও হোটেল শিল্প বাঁচাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ (ছয়) দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি ২২ জুন দুপুর ১২ টার সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়। একই সাথে স্মারকলিপির অনুলিপি শিল্পমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন সচিব, শিল্প সচিব, শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের দপ্তরে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি