সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

17
সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার ২১ জুন স্বাস্থ্য খাতের দুর্দশা লাঘবের দাবিতে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব। এছাড়াও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সদস্য জোবায়ের আহমেদ চৌধুরী সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি নিরঞ্জর দাস খোকন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মুখলেছুর রহমান, রেজাউর রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা জনগণের সামনে সামনে আরো মূর্ত হয়েছে। বাংলাদেশের জনস্বাস্থ্যের পরিস্থিতি খুবই নাজুক। সারা দেশের ৪৭টি জেলায় কোন ভেন্টিলেশন ব্যবস্থা নেই। সুরক্ষা সামগ্রীর অভাবের কারণে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য সুরক্ষা কর্মীরা। সিলেটেও একই অবস্থা বিরাজ করছে। বৃহত্তর সিলেট বিভাগে করোনা আক্রান্তের চিকিৎসার জন্য যে ওসমানী হাসপাতাল সেখানে চালু আছে মাত্র ৪টি আইসিইউ বেড। কিটের অভাবে পরীক্ষা করা যাচ্ছে না। এ রকম পরিস্থিতে বাজেট অনুষ্ঠিত হল, মানুষ প্রত্যাশা করেছিল স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হবে, কিন্তু আমরা দেখলাম পুনরায় স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলো না। এ রকম পরিস্থিতিতে আজ বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বক্তারা সুনির্দিষ্টভাবে ১১ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। বিজ্ঞপ্তি