জগন্নাথপুরে সরকারি সেতুতে ষাঁড় গরু বাধা থাকায় চলাচলে বিঘ্ন

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জন সাধারণের চলাচলের রাস্তায় সরকারি সেতুতে ষাঁড় গরু বেধে রাখার কারণে মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অত্র অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর আন্তরিকতায় বড় মোহাম্মদপুর গ্রামের নালী খালের উপর সেতু নির্মাণ হয়। সেতুটি নির্মাণ হওয়ায় এলাকাবাসী অনেক আনন্দিত হয়েছেন। তবে বেশ কিছু দিন ধরে সেতুর পাশে বাড়ি থাকার সুবাদে গ্রামের আজাদ মিয়া নামের এক ব্যক্তি সেতুতে ষাঁড় গরু, অন্যান্য গরু ও ছাগল বেঁধে রাখেন। এতে ষাঁড় গরুর ভয়ে শিশু-কিশোর সহ মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। এতে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ২১ জুন রবিবার এলাকাবাসীর পক্ষে মিরাজ মিয়া সহ ১৭ জন স্বাক্ষরিত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করা হয়।