জাফলংয়ে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বক্তারা ॥ প্রকৃতির সাথে সমঝোতা ছাড়া মানবজাতির রক্ষা নেই

29
জাফলংয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন।

কে. এম লিমন, গোয়াইনঘাট থেকে :
মানুষ প্রকৃতির সন্তান, পৃথিবীর আঠারো লক্ষ প্রজাতির মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক বুদ্ধিমান প্রাণী। প্রকৃতিপ্রদত্ত সেই বিবেক ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখন মানুষই প্রকৃতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেজন্য নানারূপ প্রাকৃতিক দুর্যোগে মানুষ আজ বিপন্ন ও বিপর্যস্ত হয়ে পড়ছে। তাই প্রকৃতির সাথে সমঝোতা ছাড়া কোন ভাবেই মানবজাতির অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক প্রতিকী গণজমায়েতে বক্তারা এসব কথা বলেন।
পরিবেশবাদী সংগঠন সারি নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রকৃতি কন্যা জাফলংয়ের ডাউকী নদীর তীরে স্বাস্থ্য বিধি মেনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
পর্যটন ব্যবসায়ী কুটি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিকী গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সভাপতি আব্দুস শহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী খায়রুল ইসলাম, চেরাগ মিয়া, সাংবাদিক সুহেল আহমদ, শাহআলম, মিনহাজ মির্জা, পর্যটন ব্যবসায়ী বাবুল মিয়া, আসাদ আলী প্রমুখ।