কমলগঞ্জে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির রোগমুক্তি কামনায় মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা

2
কমলগঞ্জে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপির আশু রোগ মুক্তি কামনায় মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ছয়বারের নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর করোনায় ভাইরাস থেকে রোগমুক্তি কামনায় নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দিরে শুক্রবার দোয়া মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বী লোকেরা প্রার্থনা সভার আয়োজন করে। দোয়া মাহফিল ও প্রার্থনা সভা করোনায় আক্রান্ত গণমানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র আশু রোগমুক্তি কামনা করা হয়। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে এসব কর্মসূচী পালিত হয়।
তাঁর শারীরিক অবস্থার উন্নতির পথে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী সুবীর পাল শুক্রবার বিকেলে এ প্রতিনিধিকে জানান। তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকাসহ দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।