কোভিড-১৯ পরিস্থিতিতে সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সাড়ে বারো হাজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

18

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তার জন্য ব্র্যাক সুনামগঞ্জ জেলায় ১২৫০০টি পরিবারকে ১৫০০ টাকা করে নগদ অর্থ/ বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করেছে। পাশাপাশি ক্ষুদ্র ঋণ কর্মসূচির যে সকল সদস্য/ সদস্যা অর্থনৈতিক এবং খাদ্য সংকটের ঝুঁকির মধ্যে রয়েছেন তাদের সহযোগিতার লক্ষ্যে এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় প্রায় ২০০০০ জন সদস্য/ সদস্যাকে সঞ্চয় ফেরত প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই প্রসঙ্গে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান বলেন-জাতীয় সংকটের এই পর্যায়ে কর্মহীন, পুঁজিহীন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবার লক্ষ্যে সদস্য/সদস্যাদের আর্থিক প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং গ্রামীণ অর্থনীতির চাকা স্বচল রাখার নিমিত্তে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথারিটির (এমআরএ) নির্দেশনা মেনে ব্র্যাক ক্ষুদ্র্্-ঋণ কর্মসূচির কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি কর্মীদের মাধ্যমে ফিল্ডে কিস্তি কালেকশন ৩০ জুন পর্যন্ত বন্ধ রেখে সদস্যদের মানবিক দিক বিবেচনা করে তাদের চাহিদা অনুযায়ী ঋণ কার্যক্রম সচল রাখা হয়েছে। অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হাত ধোয়ার ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করা, শাখায় নির্ধারিত স্থানে ৩ ফুট দূরত্বে বসার ব্যবস্থা করা, দিন শেষে ব্যবহৃত স্থান জীবাণুমুক্ত করাসহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। ফলে নিম্ন আয়ের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যেমন উপকৃত হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতির গতিও সচল হচ্ছে।