আমার সোনারদেশে

6

ওবায়দুল মুন্সী

আমার আছে পদ্মা মেঘনা সুরমা শতো নদী
ছলাৎছলাৎ জলেরধারা বইছে নিরবধি।

হাওর-বিলে ভাটির ঝিলে হাজার পাখির মেলা
মাঘেরকালে ঝাঁকেঝাঁকে করছে এসে খেলা।

পুবাকাশে রবির কিরণ
রাতে হাসে চাঁদে
জলজোছনার মিতালি হয়
পুলকিত সাধে!

পাহাড়ঘেরা তরুছায়া
আমার সোনার দেশে
শাখেশাখে নানান পাখি
কূজন করে এসে।

ধন্য আমি জন্ম হলো
এমন দেশেরবুকে
ভালোবেসে যুগে যুগে
বাঁচি সুখেদুখে।