তাহিরপুরে মাওলানা ফয়েজ আহমদের উদ্যোগে গরু খাসির মাংসসহ খাদ্যসামগ্রী বিতরণ

21

সুনামগঞ্জ থেকে আল-হেলাল :
মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদের পক্ষ থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে গরু ও খাসির মাংস এবং তৈল, পিঁয়াজ, রসুন, লবণ ও মসলাসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ১৫ জুন রবিবার এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মাওলানা ফয়েজ আহমদ দেশ ও দেশের বাহিরে মানবতার সেবায় এসব কাজ অব্যাহত রেখেছেন।
এর আগে প্রায় দুই মাসের লাগাতার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটের কারণে সৃষ্ট দুর্যোগে দেশব্যাপী দলীয় নেতাকর্মী আলেম উলামা, অসহায় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় অর্ধ কোটি টাকার নগদ অর্থ, খাদ্য সামগ্রী, ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন ও অটো রিক্সা বিতরণ, কোরআন বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেছেন তিনি। মাওলানা ফয়েজ আহমদ বিশ্ব ব্যাপী বাংলা ও ইংরেজী তাফসিরে উসমানি ও তরজমায়ে শায়খুল হিন্দ তাফসীরগ্রন্থ লক্ষাধিক মানুষের মাঝে বিতরণ করেছেন। এছাড়াও এবারের রমজান উপলক্ষে বাংলাদেশে তিন হাজার কপি কোরআন শরীফ বিতরণ, একটি মসজিদ নির্মাণ, চারটি ঘর নির্মাণ, বিশটি টিউবওয়েল স্থাপন, কর্ম সংস্থানের জন্য দশটি সেলাই মেশিন ও দুইটি অটোরিক্সা বিতরণ, দুইটি গরু জবাই করে গোস্ত বিতরণ, খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ হাদিয়া প্রদান করেন। তাছাড়া শায়খ ফয়েজ আহমদ ইফতার বিতরণ, তাঁর পরিচালিত মাদ্রাসা মসজিদের ইমাম শিক্ষক ও কর্মচারীদের বেতন বিকাশের মাধ্যমে প্রদান করেছেন। নিজ মার্কেট ও বাসার ভাড়া মওকুফ সহ অসহায় গরীব দুঃখী মানুষের জন্য অর্ধ কোটি টাকার উপরে ত্রাণ সহযোগিতা প্রদান করেন।