শামসুদ্দিন হাসপাতালে একদিনে ৩ রোগীর মৃত্যু

23

স্টাফ রিপোর্টার :
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনে ৩ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ভারপ্রাপ্ত আবসিক চিকিৎসক (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।
তিনি জানান, সোমবার সকালে ও দুপুরে এই ৩ রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন রোগী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অন্যজন করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে সোমবার রাত ৯টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী। যাদের ৬৩ জনই করোনা পজিটিভ ও ২৫ জন রোগী করোনা সন্দেহভাজন। তিনি আরও জানান, করোনা আক্রান্ত ৬৩ জন রোগীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। এছাড়া আইসিইউতে করোনা সন্দেহভাজন একজন রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, তার অবস্থাও আশঙ্কাজনক।