সিলেট বিভাগে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

19

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসে সিলেট বিভাগে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩২০ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩৭২ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি ৩ জেলার চেয়ে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা বেশী। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫১৮ জন। আর হবিগঞ্জের বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৩৯। আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১৯১। আক্রান্তদের মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৪৮ জন, সুনামগঞ্জে ১১১ জন, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজারে ৭৩ জন রয়েছেন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৪৮ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৩৬ জন। এছাড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জে ও হবিগঞ্জে ৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জে ১১৪ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।