মাওলানা জমির উদ্দীনের ইন্তেকালে তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের শোক

7

তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নগরীর ঐতিহ্যবাহী হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী জমির উদ্দীনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়খ প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ মরহুমের মাগফেরাত কামনা করে বলেন- সিলেটের বরণ্যে আলেমে দ্বীন, সকল মতের আলেমদের প্রিয় ব্যক্তিত্ব, ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ হযরত মাওলানা ক্বারী জমির উদ্দীনের মৃত্যুতে সিলেটবাসী একজন প্রবীণ অভিভাবকতুল্য আলেমকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি আজীবন কুরআন সুন্নাহের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তাহফীজুল কুরআন শিক্ষাবোর্ডের সকল কার্যক্রমে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। বিজ্ঞপ্তি