মেঘ গুড়গুড়

14

জিল্লুর রহমান পাটোয়ারী

মেঘ গুড়গুড় বৃষ্টি পড়ে,
মেঘলা আকাশ ডাকে –
মাল্লা মাঝি পাল উড়িয়ে,
চলছে নদীর বাঁকে।
ঝাঁকে ঝাঁকে দল বেঁধেছে,
সাদা বকের দল –
ফিরছে নীড়ে ঐ যে দূরে,
রাখছে বুকে বল।
সাদা আকাশ ঢাকছে আঁধার,
মেঘের ঘনঘটা –
মেঘ গুড়গুড় মেঘলা আকাশ,
পড়ছে মেঘের ছটা।
নাই বিশ্রাম ঝরে অবিরাম,
গুড়গুড়ি ডাকে দেয়া –
মাল্লা মাঝি হাল বেঁধেছে,
বন্ধ হয়েছে খেয়া।