ওসমানীনগরে নমুনা প্রদানের ৮ দিন পর জানা গেলো রোগী পজেটিভ

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে করোনা উপসর্গ নিয়ে নমুনা প্রদানের ৮ দিন পর এক ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা থেকে পাঠানো রিপোর্টে ওই ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নাম আবুল বাশার (৩০)। তিনি উপজেলার উমরপুর ইউপির তাহিরপুর গ্রামের বাসিন্দা ও বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াত শাহ ফরিদী বলেন, আবুল বাশারের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো আছে। নমুনা প্রদানের ৮ দিন পর রিপোর্ট পাওয়া অত্যন্ত হতাশাজনক। দেরীতে রিপোর্ট পাবার ফলে রোগীর চিকিৎসা নিয়েও বিভ্রান্তির মধ্যে পরতে হয়েছে।
ওসমানীনগর করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, আবুল বাশার গত ৩ জুন করোন উপসর্গ নিয়ে বালাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নমুনা প্রদান করেন। তার নমুনা ঢাকায় পাঠানো হলে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা থেকে পাঠানো রিপোর্টে আবুল বাশারের করোনা পজেটিভ ধরা পরে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত রোগীর বাড়িতে আমার লোক পাঠিয়েছি তিনি ভালো আছেন।