বিছনাকান্দি সীমান্তে আম কুড়াতে গিয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

44

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার গ্রামের মৃত আকবর আলীর ছেলে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বিছনাকান্দি সীমান্তের কুলুমছড়ার পার এলাকার ১২৬৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় রূত্রে জানা যায়, নিহত মিন্টু মিয়া বুধবার সকালে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে খাসিয়াদের বাগান থেকে আম কুড়াতে যায়।
এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর খাসিয়ার তার মরদেহ বাংলাদেশের সীমান্তের কাছে ফেলে রেখে যায়। পরে বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ বাড়িতে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন (সাবই) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে, এ বিষয়ে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সদস্যদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।