মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

19
নগরীর টিলাগড় রাজপাড়া থেকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র সহ দুই ছিনতাইকারী আটক।

স্টাফ রিপোর্টার :
ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ কুখ্যাত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে মির্জা জনি আহমদ (৩৫) ও আসাদুজ্জামান যুবায়ের (৩৬) কে নগরীর ভার্থখলা এলাকা ও টিলাগড়ের রাজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি নগরীর দক্ষিণ সুরমাস্থ ভার্থখলা এলাকার সোয়াব মিয়ার পুত্র ও যুবায়ের টিলাগড় রাজপাড়া এলাকার শাহাবুদ্দিনের পুত্র। এছাড়া মির্জা জনি আহমদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা। তিনি জানান, গত ১০ মে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে থেকে ২১ হাজার ৫শ টাকাসহ একটি এন্ড্রোয়েড মোবাইলসেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ বিষয়ে মো. আবু সুফিয়ান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা (নং-০৭) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়। গতকাল ভোরে তাদের গ্রেফতার করে অত্র মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।