শ্রীমঙ্গল ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১

9
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে আহত শিশু।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
ঢাকা সিলেট ও চট্টগ্রাম রেলরুটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকায় ওভার ব্রীজের পাশে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে উজ্জ্বলা রানী দাশ (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।
৯ জুন মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন নারীর তিন বছরের শিশু দেবু দাস।
নিহত উজ্জ্বলা রানী দাশ জেলার রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাসের মেয়ে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ট্রেন লাইন পার হওয়ার সময় পাহাড়িকা ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা তিন বছরের শিশু সন্তান দেবু দাসের পা কাটা যায়। শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেছে।
তিনি আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জিআরপি থানার ওসি জানিয়েছেন।