সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে বার কাউন্সিলের তালিকাভুক্তির দাবিতে শিক্ষানবিশদের স্মারকলিপি প্রদান

108
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে বার কাউন্সিলের তালিকাভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করছেন শিক্ষার্থীরা।

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশগণকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ এর কাছে শিক্ষানবিশগণের পক্ষে ঐ স্মারকলিপিটি প্রদান করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ। এ সময় তার সহকর্মী সহপাঠীরাও উপস্থিত ছিলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, গত ১০ বছর পূর্ব থেকে বিভিন্ন সময়ে শিক্ষানবিশগণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন ও এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় সিনিয়র আইনজীবীদের সাহচর্যে থেকে অত্যন্ত স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষানবিশগণ মানবেতর জীবন যাপন করছেন। বৈশ্বিক মহামারী ও মুজিববর্ষ উপলক্ষে অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে নিবন্ধন করত: আইন মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশ করার জন্য তারা প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।