যুক্তরাজ্য দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকের ত্রাণ বিতরণ

6
অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন যুক্তরাজ্য দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে।

মরণ ব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ আজ বিশ্ববাসীর স্বাভাবিক জীবন যাত্রাকে স্তব্ধ করে দিয়েছে। বৈশ্বিক এই মহামারীতে সবচেয়ে বেশী অসহায় অবস্থায় পড়েছে শ্রমজীবী দিনমজুর গরীব অসহায় মানুষ জন। মানব জাতির এই চরম সংকটময় মুহূর্তে কর্মহীন ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের হত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে-শিক্ষা ও আর্থমানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ.কে।
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬ গ্রামের ৭০০ হত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ.কে এর উদ্যোগে প্রথম পর্যায়ে ত্রাণ বিতরণ কারা হয়েছে।
গত শনিবার ৬ জুন সকালে দয়ামীর ইউনিয়নের কুরুয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ১, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪শ ৩১টি পরিবারের মধ্যে সর্বোচ্চ ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ মুরব্বি হাজী আব্দুল আউয়াল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম এ মতিন, এডভোকেট মুজিবুল হক, সংগঠনের ট্রাষ্টি আমির হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আনহার আহমদ, শেখ আব্দুল হাই, ফয়ছল মেম্বার, আফরোজ মেম্বার, জয়নাল আবেদিন মেম্বার, লিপন আহমদ, এমদাদ উদ্দিন লিলু, শাহ জামাল আহমদ, হেলাল আহমদ, মাও: আবু সাইদ জাকারিয়া প্রমুখ।
ত্রাণ সহায়তা দেয়ার জন্য উপস্থিত সবাই দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ.কে এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনছার উদ্দিন, প্রতিষ্ঠাতা সম্পাদক সাঈদুল আলম চৌধুরী প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ দেলওয়ার হেসেন, হাজী আসাদ মিয়া, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, শেখ বাহাউদ্দিন, বদরুল আলম, আবুল ফয়েজ, আব্দুর রকিব, ফয়জুর রহমান ফয়েজ, মুজিবুর রহমান, আবুল কালাম সরকার, আবুল বাইছ কামরুল, আজিজুর রহমান কুরবান, ফয়জুল হক শিপলু, আমির হোসেন, মুহিত রহমান লায়লা, ময়নুর রশিদ প্রমুখ। সংগঠনের সকল কর্মকর্তা ট্রাষ্টি বৃন্দ ও সংগঠনের শুভানুধ্যায়ী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি