কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

5

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় বজ্রপাতে উপজেলার উজিড়পুর গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’দিন ধরে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময়ে উজিরপুর গ্রামের আমির আলীর ছেলে জুবেল উদ্দিন (১২) ঘরের বারান্দায় অবস্থান করছিল। এসময় প্রচন্ড শব্দে বজ্রপাত তার উপর পড়ে। তাকে দ্রুত কমলগঞ্জ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুবেল ভানুগাছ আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর তাকে মৃত পাওয়া যায়।