সামাজিক বনায়ন বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – ইউএনও নাজমুস সাকিব

23

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলং বনভিটের বনায়ন রক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে। বনভূমি রক্ষাসহ বনায়ন বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে বনবিভাগ। এরই আওতায় জাফলং বনবিভাগের উদ্ধোগে জাফলং বনভিটের খালি ভূমিতে বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় পূর্ব জাফলংয়ের বনভিটের পতিত ভূমিতে এ বৃক্ষরোপণ করা হয়।
এ বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটেরউপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সিলেটের সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, বন বিভাগের সারী রেঞ্জার মোঃ সাদ উদ্দিন, জাফলং বনভিট কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুজ্জামান প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ পরিবেশ বিপর্যয়ে রক্ষার্থে সামাজিক বনায়নের বিকল্প নেই। বনাঞ্চল রক্ষায় সকলের এগিয়ে আসাসহ সামাজিক বনায়ন বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে সামাজিক বনায়ন বৃদ্ধিতে সরকার আন্তরিক এবং বনাঞ্চল রক্ষায় সরকার উদ্যোগ নিয়ে কাজ করছে। যে কোনো মূল্যে সামাজিক বনায়ন কর্মসূচি চলমান রাখতে হবে। বনাঞ্চল উজাড় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।