সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫ জন

6

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা গেছেন। গত মঙ্গলবার রাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তারা মারা যান। ওই দু’জন হলেন- নগরীর সওদাগরটুলার আব্দুল সালাম (৬৪) ও সুনামগঞ্জের ছাতকের শংকর দেব (৬৫)।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার পরীক্ষার জন্য নমুনা ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সিলেটে নতুন করে আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমাঝে ওসমানীর ল্যাবে ২৬ জন ও শাবির ল্যাবে ৩৯ জনের করোনা সনাক্ত হয়।