এসএসসির ফলাফলে এগিয়ে সিলেট, পিছিয়ে হবিগঞ্জ জেলা

8

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এ সিলেট বোর্ডের মধ্যে ফলাফলের দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা এবং পিছিয়ে রয়েছে হবিগঞ্জ। রবিবার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
ফলফল বিশ্লেষণ করে দেখা যায়, বিভাগের চারটি জেলার মধ্যে ৮০ দশমিক ৯৬ শতাংশ ফলাফল নিয়ে প্রথম এগিয়েছে সিলেট জেলা, ৮০ দশমিক ৮৮ শতাংশ ফলাফল নিয়ে দ্বিতীয় মৌলভীবাজার জেলা, ৭৮ দশমিক ৬০ শতাংশ ফলাফল নিয়ে তৃতীয় সুনামগঞ্জ জেলা এবং ৭২ দশমিক ৭৩ শতাংশ ফলাফল নিয়ে চতুর্থ স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাসের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ। মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাসের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাসের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ। হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাসের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।