জুড়ীতে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা কেটে রাখায় এক দোকানীকে জরিমানা

6

জুড়ী থেকে সংবাদদাতা :
করোনাভাইরাস কেন্দ্রিক অচলাবস্থায় সারাদেশে ৫০লাখ কর্মহীন দরিদ্র মানুষকে মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রী ২৫০০টাকা করে সহায়তা প্রদান করছেন। মোবাইল ব্যাংকিং নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে পর্যায়ক্রমে সে টাকা পাঠানো হচ্ছে।
উক্ত টাকার সাথে খরচ বাবদ ৩৬.২৬টাকাও দেয়া হচ্ছে। সে টাকা ক্যাশ আউট করতে গিয়ে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন বিভিন্ন স্থানে। ৩৬টাকা ছাড়াও খরচ, ট্যাক্স ইত্যাদি অজুহাতে সহজ সরল মানুষের নিকট থেকে অতিরিক্ত ৫০/১০০ টাকা দোকানীরা কেটে রাখার অভিযোগ রয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এমন একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক উপজেলা শহরের একটি দোকানে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দোকানী উপজেলার বাছিরপুর গ্রামের আলফাজ মিয়ার পুত্র আবুল বাশারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় দুই হাজার টাকা জরিমানা করেন এবং অভিযোগকারীদের টাকা ফেরৎ দেয়া হয়।