কানাইঘাটে কাল বৈশাখী ঝড়ে শতাধিক বাড়ী ঘর বিধ্বস্ত

19
কানাইঘাটে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলায় গত ২দিনের কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত ও দুই শতাধিক ঘরের আংশিক ক্ষতি সাধন এবং ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এবং বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হয়। এসব কালবৈশাখী ঝড়ে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের লোভাছড়া চা-বাগান এলাকা, বড়বন্দ, সোনাতনপুঞ্জি, বাউরভাগ, নূনছড়া এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা জানিয়েছেন তার ইউনিয়নের কালবৈশাখী তান্ডবে শতাধিক আধাপাকা কাঁচা বসত ঘর বিধ্বস্ত হয়েছে। শতাধিক ঘরের আংশিক ঘরের ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি গাছপালা উপড়ে পড়েছে। লোভাছড়া ও নুনছড়া চা-বাগান এলাকায় শত শত গাছপালা বিধ্বস্ত হয়েছে। লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ জানিয়েছেন কাল বৈশাখী ঝড়ে তার ইউনিয়নের বেশ কিছু বাড়ী ঘরের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কয়েকটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী জানান কাল বৈশাখী ঝড়ে তার ইউনিয়নের হাওর এলাকার বোরো ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। দীঘিরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল জানিয়েছেন গত মঙ্গলবার সকাল ১০টায় তার ইউনিয়নের কটালপুর এলাকায় টর্ণেডো জড়ে শতাধিক বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি সাধন ও বাড়ী ঘরের টিনের চালা উড়ে নেওয়ার খবর পাওয়া গেছে।