দন্ডিত ১৭ বন্দী ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছেন

9

কাজিরবাজার ডেস্ক :
সারাদেশের ৬৮ কারাগারে আটক প্রায় ৮২ হাজার কারাবন্দীদের জন্য এই ঈদের দিনের জন্য বরাবরের মতোই বিশেষ খাবারের আয়োজন করেছে কারা অধিদফতর। এছাড়া সরকারের বিশেষ ক্ষমার অওতায় এ বছর ঈদ উপলক্ষে লঘুদন্ড দন্ডিত এমন ১৭ জন বন্দীকে দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি দিচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এসব বন্দী ঈদের আগেই মুক্তি পাচ্ছেন কারা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বজনদের সঙ্গে বন্দীরা ঈদ আনন্দ ভাগ করতে পারবে না বিধায় বিশেষ উৎসব হিসেবে বিকল্প পদ্ধতিতে বিশেষ খাবার পরিবেশন করে বরাবরের ন্যায় কিছুটা আনন্দ দেয়ার জন্যই কারা কর্তৃপক্ষ বিশেষ খাবারের এমন উদ্যোগ গ্রহণ করেছে। ঈদের দিনের জন্য প্রতিটি বন্দীর জন্য দৈনন্দিন খাবারের বরাদ্দসহ মোট ৩০০ টাকার বেশি টাকা বরাদ্দ থাকছে। এছাড়া কারাগার ভেদে এ খরচ ৪৬০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ব্যয় করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া এই প্রথমবারের মতো কারাভ্যন্তরে কোন প্রকার ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। বন্দীকে তাদের প্রত্যেকের ওয়ার্ডে নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে বন্দীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। কারা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।