জুমাতুল বিদা পালিত, করোনা থেকে মুক্তির প্রার্থনা

22

স্টাফ রিপোর্টার :
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটে পালিত হলো জুমাতুল বিদা। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর মসজিদগুলোতে বিশেষ বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে খুতবায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সাবধানতা অবলম্বনের সতর্কবার্তা দেন মসজিদের ইমাম ও খতিবরা। নামাজের পর করোনা থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব মেনেই পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এছাড়া বিভিন্ন মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের জীবাণুনাশক ¯েপ্র ব্যবহার করতে দেখা যায়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়।
এদিন সিলেটের হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরাণ (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপুরে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে গতকাল বাদ জুম্মা মসজিদে মসজিদে আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করা হয়েছে। ২২ মে শুক্রবার জুমাতুল বিদা শেষে উপজেলার সকল মসজিদে মুসল্লিদের নিয়ে ইমামগণ দোয়া কামনা করেন।