পবিত্র শবে ক্বদর পালিত, মহামারি থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত

5

স্টাফ রিপোর্টার :
ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে পবিত্র শবে ক্বদরের রাত। এ রাতে মুসল্লিরা তারাবির নামাজ, নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকিরসহ নানা ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।
পবিত্র কোরআনে ক্বদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে অবহিত করা হয়েছে। তাই এ রাতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন মুসলিমরা। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে ক্বদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।
মাগরিবের নামাজ থেকে শুরু হয় এ রাতের আনুষ্ঠানিকতা। এশার নামাজের পর তারাবির নামাজে অন্য দিনের চেয়ে প্রচুর সংখ্যক মুসল্লিরা অংশ নিয়েছেন। এতে বিভিন্ন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদগুলোর ছাদে ও বারান্দায় শামিয়ানা টাঙিয়ে বাড়তি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য জায়গা করা হয়। এছাড়া তারাবির নামাজের পরও হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে প্রচুর সংখ্যক মুসল্লিদের নফল নামাজ পড়তে দেখা গেছে।