তাহিরপুরে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী প্রদান করলো ওয়ার্ল্ড ভিশন

4

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
কভিড-১৯ মোকাবেলায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী প্রদান করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার ওয়াল্ড ভিশন তাহিরপুর এপির পক্ষে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন এর কাছে এ সুরক্ষা সামগ্রী তুলে দেন ওয়ার্ল্ড ভিশন জুনয়ির প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ পিস পিপিই, ২৪শ’ পিস হ্যান্ড গ্লাভস, ১২শ’ পিস মাস্ক, ১২০ পিস হ্যান্ড স্যানিটারাইজ। করোনা মোকাবেলার সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার সুমন বর্মন, স্বাস্থ্য সহকারী মহিউদ্দিন বিপ্লব, ওয়ার্ল্ড ভিশন ফ্যাসিলেটটর মুন্না, মনিরাজ শাহ প্রমুখ।