পরিবার পরিজন সহ ঢাকা ছেড়েছেন ১১৬১ কানাডিয়ান নাগরিক

3

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের ৩৫০ জনের একটি দল দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে। এটি ঢাকা ছেড়ে যাওয়া কানাডিয়ানদের চতুর্থ ও শেষ দল।
সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ফ্লাইটি কাতার হয়ে কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণ করবে।
ঢাকাস্থ কানাডিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় জানানো হয়, ১৮ মে কানাডিয়ান নাগরিকদের চতুর্থ এবং শেষ ফ্লাইটি ৩৫০জনের বেশি নাগরিক ঢাকার বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইটি কাতার হয়ে টরেন্টোতে পৌঁছাবে। এক বার্তায় কানাডার হাইকমিশনার বেনয়া প্রিফন্তানে কানাডিয়ানদের দেশের ফেরাতে সাহায্য করায় বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।
করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ এপ্রিল ২১৪ জন কানাডিয়ান নাগরিকদের প্রথম দলটি ঢাকা ছেড়ে যায়। এরপর তিন দিনের মাথায় দ্বিতীয় ফ্লাইটি ২৫৭ জন কানাডিয়ান নিয়ে ঢাকা ছেড়ে যায়। এ নিয়ে তিনটি ফ্লাইটে মোট ৮১১ জন কানাডিয়ান দেশে ফিরেছেন। আর আজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন আরও ৩৫০ জন কানাডিয়ান।