দেশের সকল আদালতের প্রবেশ পথে করোনা প্রতিরোধক ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

7

কাজিরবাজার ডেস্ক :
দেশের সকল আদালতে ঢোকা ও বের হবার রাস্তায় করোনাভাইরাস প্রতিরোধে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক চেম্বার, পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক উপকরণ রাখার ব্যবস্থা করতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী।
আজ শনিবার ই-মেইলের মাধ্যমে এ আবেদন করেছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউসার।
আবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আরো কয়েকবছর দীর্ঘস্থায়ী হতে পারে করোনাভাইরাস। আবেদনে বলা হয়, সারা দেশে আদালতগুলোতে প্রতিদিন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ৬/৭ লাখ লোকের সমাগম হয়। এ ছাড়া হাজার হাজার বিচারক, আইনজীবী, আদালত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাই এই ভাইরাস প্রতিরোধের জন্য আদালত অঙ্গণে প্রবেশ ও আদালত থেকে বের হবার পথে প্রয়োজনীয় উপকরণসহ ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যথায় আদালত অঙ্গণে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে।