ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখতে জরুরী সভা করেছে সুনামগঞ্জ চেম্বার ও ব্যবসায়ী সমিতি

23

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের দুই মাসের দোকান ভাড়া মওকুফ ও ঈদ পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার লক্ষ্যে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির জরুরী সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় চেম্বার ভবনে সকল স্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, সুনামগঞ্জ চেম্বারের পরিচালক নুরুল ইসলাম বজলু, পরিচালক সবুজ কান্তি দাস, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সুশান্ত রায়, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া মওকুফের দাবীর প্রেক্ষিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল সকল দোকান মালিকদের দুই মাসের দোকান ভাড়া মওকুফের আহবান জানিয়ে বলেন,এই করোনা মহামারী বিস্তার লাভ করায় আগামী ঈদুল ফিতর পর্যন্ত শহরের নিত্যপ্রয়োজনীয় ঔষধ, কাঁচামালের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ রাখতে হবে। মনে রাখতে হবে করোনা মহামারী থেকে সুনামগঞ্জকে বিপদমুক্ত রাখাই এই মুহূর্তে ব্যবসায়ীদের সামনে বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, আমাদের সভার সিদ্ধান্ত অমান্য করে কেউ কোন দোকানপাট খুলে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে ব্যর্থ হলে ভ্রাম্যমান আদালতের অভিযানে যদি কোন ব্যবসায়ীকে জরিমানা কিংবা কারাদন্ড প্রদান করা হয় তাহলে এর দায় দায়িত্ব সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কিংবা ব্যবসায়ী সমিতি নিবেনা।