সেই ছেলেটি

45

মোঃ ছিদ্দিকুর রহমান

সোনার ছেলে জন্মেছিলো
টঙ্গী পাড়া গাঁয়ে,
সেই ছেলেটির জন্যে হল
ধন্য বাংলা মায়ে।

বীর বাহাদুর ছিলেন তিনি
ছিলেন অতি মহান,
সবার জানা নামটি তাহার
শেখ মজিবুর রহমান।

একাত্তরের সাতই মার্চের
ঐতিহাসিক ভাষণ,
পাঁক হানাদার শুনে কাঁপে
ছাড়ে বাংলা শাসন।

বজ্র কন্ঠের সেই ধ্বনিতে
পাঁক হারিয়ে শক্তি,
নত শিরে তাহার কাছে
জানায় তারা ভক্তি।

বাংলা মায়ের স্বাধীনতার
চেয়ে মুক্তি কামী,
টঙ্গী পাড়ার সেই ছেলেটি
হল বিশ্বে দামি।