জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ গোদামে ধান সংগ্রহ শুরু

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন খাদ্য গোদামে কৃষকদের কাছ থেকে উচ্চমূল্যে ধান সংগ্রহ শুরু করেছে সরকার। ১৪ মে বৃহস্পতিবার থেকে ধান কেনা শুরু হয়েছে। এবার রাণীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর ও পাইলগাঁও সহ ৩ ইউনিয়নের ৬২৩ জন ছোট ও ৩২৫ জন মাঝারি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে ধান কেনা হবে। ছোট কৃষক জনপ্রতি ১ টন ও মাঝারি কৃষক ২ টন করে ধান বিক্রি করতে পারবেন।
এ ব্যাপারে রাণীগঞ্জ খাদ্য গোদাম কর্মকর্তা ছুরত আলী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী লটারিতে বিজয়ী তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। তবে কৃষকদের মধ্যে অনেকে বলেন, উচ্চমূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে আমরা অনেক খুশি।