গোলাপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ ৩ জন করোনা আক্রান্ত

10

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে উপজেলায় আরো তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্রান্ত ৪ বছরের শিশুটি উপজেলার বাদেপাশার নোয়াই গ্রামের করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। ইতোমধ্যে এ বাড়িটি লকডাউন রয়েছে। আরেকজন পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ৬৫ বছর বয়সি বৃদ্ধ সিলেট ওসমানি হাসপাতাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই রোগীর সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে। আর বাকি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-এসিস্ট্যান্ড কমিউনিটি মেডিকেল অফিসার (৪০) তিনি নিজের বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন।