নবীগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও নার্সসহ করোনায় পজেটিভ আরো দু’জন

10

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ করোনায় পজেটিভ আরো দু’জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে (১ মে) নারায়ণগঞ্জ ফেরত ৫ শ্রমিক ও ১ স্বাস্থ্য কর্মী করোনায় পজেটিভ রিপোর্ট আসে। ৫ মে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ আক্রান্ত হন ৩ জন। ৯ মে করোনায় আক্রান্ত পজেটিভ আসে আরো একজন। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় পজেটিভ মোট ১২ শনাক্ত।
রবিবার (১০মে) করোনায় দু’জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কুমার কিশোর সাহা। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সন্দেহে নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। এর মধ্যে ১০ মে রিপোর্ট আসলে ব্যাংকের এক কর্মকর্তার করোনা পজেটিভ আসে। মে মাসের শুরুতেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চরম আতঙ্ক আর উৎকন্ঠা বিরাজ করছে উপজেলাবাসীর। করোনায় আক্রান্তরা নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। (১ মে) করোনায় শনাক্ত ব্যক্তিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।